আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ চাঁদপুরে ১০ মণ জাটকা জব্দ

চাঁদপুরে ১০ মণ জাটকা জব্দ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৩:২৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Chandpurচাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৪০০ কেজি (১০ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। যার বাজার মূল্য আনুমানিক ২ লাখ টাকা।

বুধবার (৮ জুন) ভোর রাত পর্যন্ত প্রায় ৬ ঘণ্টা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

কোস্টগার্ড কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা জাটকা জেলা মৎস্য বিভাগে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব লে. এম. আতাহার আলী বলেন, কোস্টগার্ড টহল সদস্যরা দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১ এ তল্লাশি চালিয়ে এসব জাটকা জব্দ করেছে।