আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস/////, ধর্ম ও জীবন চাঁদ উঠেছে, মঙ্গলবার প্রথম রোজা

চাঁদ উঠেছে, মঙ্গলবার প্রথম রোজা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ৭:৫৫ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////,ধর্ম ও জীবন


EID+Moonকাগজ অনলাইন প্রতিবেদক: রমজানের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে রোজা শুরু করবেন বাংলাদেশের মুসলমানরা।

দেশের বিভিন্ন জায়গায় চাঁদ যাওয়ার পর সোমবার চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।

অর্থাৎ সোমবার ভোররাতে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করবেন মসুলমানরা। মঙ্গলবার হবে প্রথম রোজা। সেই হিসাবে ২ জুলাই দিবাগত রাতে লাইলাতুল কদর।

রমজান মাসে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ভোররাতে খেয়ে পরদিন সূর্যাস্ত পর্যন্ত সংযম পালন করবেন।

মাস শেষে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর।

প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহেরির শেষ সময় সোমবার রাত ৩টা ৩৮ মিনিট এবং ইফতার মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট।

এদিকে সোমবার রাতেই এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে তারাবির নামাজ।

এবারও সব মসজিদে একই পদ্ধতিতে অর্থাৎ, রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করে ২৭ রমজানে লাইলাতুল কদরে কোরআন খতমের পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

অবশ্য চাঁদ দেখা যাওয়ায় একদিন আগে থেকেই হিজরি ১৪৩৭ সালের রমজান মাস শুরু হয়েছে মধ্য প্রাচ্যের দেশগুলোতে।