আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// চাঁপাইনবাবগঞ্জে আরো ৭ দিন বাড়ল লকডাউন

চাঁপাইনবাবগঞ্জে আরো ৭ দিন বাড়ল লকডাউন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩১, ২০২১ , ২:১৬ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  চাঁপাইনবাবগঞ্জে আরো সাতদিন বেড়েছে লকডাউন। এর আগে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ২৪ মে চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। যা আজ ৩১ মে শেষ হচ্ছে। ওই সময় রোগী শনাক্তের হার ছিল ৫৫ শতাংশ। ফলে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে লকডাউন ঘোষণা করেন। রোববার (৩০ মে) রাতে পাওয়া প্রতিবেদন অনুযায়ী এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ শতাংশ।

তবে লকডাউন চলাকালে জরুরি পরিসেবা চালু থাকবে। জরুরি পরিষেবা যেমন- কৃষি উপকরণ, খাদ্যশস্য পরিবহন, কোভিড টিকা, ত্রাণ বিতরণ, গণমাধ্যমকর্মী, ইন্টারনেট লাইন সংযোগ সংশ্লিষ্টরা লকডাউনের আওতার বাইরে থাকবেন। কঠোর লকডাউনে সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক চলাচল করবে। এছাড়া শিল্প কলকারখানার শ্রমিকরা নিজস্ব পরিবহনে যাতায়াত করবেন।

আগামী সাতদিন বাইরের জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জে কোনো পরিবহন ঢুকতে পারবে না এবং জেলা থেকে অন্য কোথাও যেতে পারবে না। অর্থাৎ আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে।