আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ আটক ২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ৬:০৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


1কাগজ অনলাইন প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৮৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

মঙ্গলবার (০৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি জানায় র‌্যাব।

সোমবার (০৬ জুন) রাত সোয়া ১১টার দিকে উপজেলার হাউসনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার হাউসনগর গ্রামের মৃত. আয়েস উদ্দিন ঘুটুর ছেলে রুবেল (৩৫) ও জমিনপুর পূর্বপাড়ার সাইফুদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (২২)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় ৩৮৪ বোতল ফেনসিডিল, তিনটি প্লাস্টিকের ক্যারেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।