আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ চাটখিলে পিস্তল-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

চাটখিলে পিস্তল-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১২:১৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


arres - Copyনোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়নের মেকারচর গ্রাম থেকে পিস্তল ও গুলিসহ আবদুল মালেক (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ জুন) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবদুল মালেক একই গ্রামের আতিক উল্যার ছেলে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের জানান, আবদুল মালেক দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিলেন। তার বিরুদ্ধে চাটখিল থানায় ছয়টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ভোরে আবদুল মালেকের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করে।