আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব চারবার টিকা নিয়েও করোনা আক্রান্ত

চারবার টিকা নিয়েও করোনা আক্রান্ত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩০, ২০২১ , ৪:০৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  চারবার কোভিড-১৯ এর টিকা নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন এক নারী। ভারতের ইন্দোর বিমানবন্দরে করোনা পরীক্ষাকালে তিনি পজেটিভ হন। এতে দুবাইভিত্তিক একটি ফ্লাইটে উঠা থেকে তাকে বিরত রাখা হয়। বিমানবন্দরের কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এনডিটিভি এ খবর জানিয়েছে।

ইন্দোরের প্রধান চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা (সিএইচএমও) ড. ভুরে সিং সেটিয়া বলেন, ‘৩০ বছরের কাছাকাছি বয়সের এক নারী বিমানবন্দরে টেস্ট করার সময় করোনা পজেটিভ হয়েছেন; তিনি বিভিন্ন দেশে থাকাকালে ইতোমধ্যে চারবার করোনা টিকা নিয়েছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ওই নারী দুবাই থেকে ১২ দিন আগে ইন্দোরে এসেছিলেন। বিমানবন্দরে যে দ্রুত গতির আরটি-পিসিআর টেস্ট করা হয়, তাতেই তার দেহে করোনা শনাক্ত হয়। এরপরই তাকে দুবাইগামী ফ্লাইটে উঠা থেকে বিরত রাখা হয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।