আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য চার দিন বন্ধের পর পুঁজিবাজার খুলবে সোমবার

চার দিন বন্ধের পর পুঁজিবাজার খুলবে সোমবার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২১ , ১২:৪১ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : ব্যাংক হলিডে ও সাপ্তাহিক ছুটিসহ মোট চারদিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার (৫ জুলাই) পুঁজিবাজারের কার্যক্রম চলবে। কঠোর লকডাউনে নতুন সময়ে ব্যাংকের মতো সপ্তাহে চার দিন লেনদেন হবে পুঁজিবাজারে।রোববার (৪ জুলাই) ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে থাকায় এদিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। এছাড়া শুক্র, শনি ও রোববার এই তিনদিন সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে সোমবার থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় করে নতুন সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে। এই লেনদেনে বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।