আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য চার বছরের সর্বোচ্চ মুনাফা এবি ব্যাংকের

চার বছরের সর্বোচ্চ মুনাফা এবি ব্যাংকের


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১, ২০২১ , ১২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : ​২০২১ সালের জানুয়ারি থেকে জুন ছয় মাসে শেয়ার প্রতি আয় করেছে ৩১ পয়সা। আগের বছরের একই সময়ে আয় ছিল ১৭ পয়সা। ফলে এই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বেড়েছে ১৪ পয়সা বা ৮২.৩৫ শতাংশ। ২০১৭ সালের পর অর্ধবার্ষিকীতে নিজেদের সবচেয়ে বেশি আয় দেখাল পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক। ২০১৭ থেকে ২০২০ সময়ে পুরো অর্থবছরে যে আয় করেছিল ব্যাংকটি ২০২১ সালে অর্ধবার্ষিকীতে সেগুলো থেকে কয়েকগুণ বেশি আয় করেছে। শনিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন হওয়া আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে জুন ছয় মাসে শেয়ার প্রতি আয় করেছে ৩১ পয়সা। আগের বছরের একই সময়ে আয় ছিল ১৭ পয়সা। ফলে এই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বেড়েছে ১৪ পয়সা বা ৮২.৩৫ শতাংশ। ২০১৬ সালে অফশোর ইউনিটের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ ওঠে ব্যাংকটির বিরুদ্ধে। চার বিদেশি কোম্পানির নামে ৪ কোটি ২৫ লাখ ৪০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ৩৪০ কোটি) ঋণ দেয়া হলেও যে উদ্দেশ্যে এসব ঋণ দেয়া হয়েছিল, তার কোনোটাই ব্যবহৃত হয়নি। ঋণের অর্থ অন্য হিসাবে পাচার করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।
তারপর থেকেই মূলত ব্যাংকটির আয় কমতে শুরু করে। ২০১৬ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ২৫ পয়সা। ২০১৭ সালে তা একেবারেই তলানিতে নেমে আসে, এ সময় শেয়ার প্রতি আয় হয় ০৫ পয়সা। ২০১৮ সালে ০৬ পয়সা। ২০১৯ সালে ১৬ পয়সা। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ৪ হাজার ৫৪৭ কোটি টাকা, যা ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত বিতরণ করা ঋণের ১৬ দশমিক ৬৬ শতাংশ। মার্চ শেষে সেটা সামান্য বেড়ে ৪ হাজার ৬০৭ কোটি টাকা হয়েছে। এটি বিতরণকৃত ঋণের ১৬ দশমিক ৭০ শতাংশ। ব্যাংকটির মোট ঋণ ২৭ হাজার ৫৯২ কোটি টাকা। ২০২১ সালের অর্ধবার্ষিকীতে ব্যাংকটির শেয়ার প্রতি যে আয় দেখানো হয়েছে তা গত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি। ২০২০ সালে পুরো অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছিল ৫০ পয়সা। ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে জুনে শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ পয়সা। আগের বছরের একই সময়ে আয়ি ছিল ৯ পয়সা। জানুয়ারি থেকে মার্চ প্রথম প্রান্তিকে এবি ব্যাংকের ‌শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৮ পয়সা