আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// চিকিৎসকদের আবাসিক সুবিধা বাতিল, মৃত্যুঝুঁকিতে পরিবার

চিকিৎসকদের আবাসিক সুবিধা বাতিল, মৃত্যুঝুঁকিতে পরিবার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৯, ২০২০ , ১২:৩২ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  কোভিড চিকিৎসকদের কোয়ারেন্টাইনের ক্ষেত্রে আবাসিক সুবিধা বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসকরা। মেস বা বাসা বাড়িতে কোয়ারেন্টাইনে থাকলে বন্ধু, স্বজন এবং পরিবারের সদস্যরা ব্যাপকভাবে সংক্রমণের শিকার হবে বলে অভিযোগ তাদের। এক্ষেত্রে সবচেয়ে বিপাকে পড়েছে সম্মুখসারির প্রকৃত যোদ্ধা জুনিয়র চিকিৎসকরা। আর যারা পরিবার নিয়ে ঢাকায় রয়েছেন তাদেরও দুঃশ্চিন্তার শেষ নেই। দুটি ঈদের কোনটিতেই ছুটি মেলেনি কোভিড হাসপাতালে ডিউটিরত চিকিৎসকের। এই ব্যথা নিরবে সয়ে গেলেও ডিউটি শেষে ১৫ দিন আবাসিক সুবিধা বন্ধ হবার সরকারী সিদ্ধান্ত কোনভাবেই মানতে পারছেন না তিনি। কারণ এই সিদ্ধান্তের বলি হতে পারে চিকিৎসকের পরিবার।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিপত্রে বলা হয়, কোভিড হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা একাধারে ১৫দিন দায়িত্ব পালন করবেন।  এই সময়ে ঢাকা মহানগরের চিকিৎসকরা আবাসিক হোটেলের পরিবর্তে নতুনভাবে নির্ধারিত সরকারী ৬টি প্রতিষ্ঠানে অবস্থান করবেন। কিন্তু কোয়ারেন্টাইনের জন্য বাকি ১৫ দিনের কোন দায়িত্ব নেবে না সরকার। সরকারের এই সিদ্ধান্ত চিকিৎসকদের পাশাপাশি তাদের পরিবারকেও মৃত্যুঝুঁকিতে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ডা. এম ইকবাল আর্সানাল বলেন, এটা কোন বিজ্ঞানসম্মত  সিদ্ধান্ত না। এই সিদ্ধান্তের ব্যাপারে পুর্নবিবেচনা করা উচিত। সমস্যা সমাধানে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল ও ক্লিনিক পরিচালক ডা. ফরিদ হোসেন বলেন, এই বিষয়ে আমরা যোগাযোগ করবো। nহোটেল সুবিধা বাতিল হবার পরও চিকিৎসকরা হয়তো বাধ্য হয়ে চিকিৎসা দিয়ে যাবেন। তবে পরিবারকে মৃত্যুঝুঁকিতে রেখে মানসম্পন্ন সেবাদান সম্ভব কি না সে নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা।