আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বিউটি, ফ্র্যাকচার হয়েছে ডান পা-ডান হাত ও বাঁ কাঁধে

চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বিউটি, ফ্র্যাকচার হয়েছে ডান পা-ডান হাত ও বাঁ কাঁধে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৬, ২০২১ , ১১:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : ঢাকার তিন হাসপাতালে চিকিৎসাসেবা চলছে চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত তরুণ গায়িকা বিউটি খান এবং দুই যন্ত্রশিল্পী নন্দন ও পাপ্পুর। এর মধ্যে বিউটির অবস্থার উন্নতি-অবনতি কোনোটাই হয়নি। বিউটি খানের স্বামী রাজীব খান জানান, ঢাকায় আনার পর থেকে তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি-অবনতি হয়নি। রক্তের কয়েক ধরনের টেস্ট এবং ইসিজিও করা হয়েছে। এখনো কোনো প্রতিবেদন হাতে পাননি। পাওয়ার পর জানতে পারবেন কোন পদ্ধতিতে চিকিৎসাসেবা দেওয়া হবে। বিউটির ডান পা, ডান হাত ও বাঁ কাঁধে ফ্র্যাকচার হয়েছে। মুখে খুব আঘাত পেয়েছে। ওপরের ঠোঁট কেটে গেছে। চারটা দাঁতও ভেঙে গেছে। চট্টগ্রাম থেকে চিকিৎসকেরা বলেছেন, বিউটির হাত-পা আর কাঁধে দ্রুত অস্ত্রোপচার করতে হবে। তাই ঢাকায় নিয়ে এসেছি। এখানকার চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। পর্যবেক্ষণে রাখা হয়েছে। সব রিপোর্ট হাতে পেলেই চিকিৎসা দেওয়া শুরু হবে। টঙ্গীর চেরাগ আলী এলাকায় স্বামীকে নিয়ে থাকেন তরুণ গায়িকা বিউটি খান। সাত বছর আগে রাজীব খানের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত শনিবার ভোরে কক্সবাজারে যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান সংগীতাঙ্গনের দুই পরিচিত বাদ্যযন্ত্রী হানিফ আহমেদ ও পার্থ গুহ। এই দুর্ঘটনায় মারাত্মক আহত হন মাইক্রোবাসটিতে থাকা তরুণ গায়িকা বিউটি খান।
অন্যদিকে গিটারবাদক পাপ্পুকে মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর ফুসফুসে একটি অস্ত্রোপচার করা হয়েছে। তবে পুরোপুরি শঙ্কামুক্ত নয়।
কিবোর্ডিস্ট নন্দনের অবস্থা মোটামুটি ভালো। তাঁকে মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। দু-এক দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারেন।