আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় চিনিতে কারসাজি, মীর গ্রুপের অফিস-গুদাম সিলগালা

চিনিতে কারসাজি, মীর গ্রুপের অফিস-গুদাম সিলগালা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১:১৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


100চট্টগ্রাম: ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে তিন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে চিনিতে কারসাজির অভিযোগে মীর গ্রুপের অফিস-গুদাম সিলগালা করা হয়েছে। এসময় তিন কর্মচারীকে আটক করা হয়।

বুধবার (৮ জুন) বেলা ১১টার দিকে ছোলা ও চিনির ডিলার এবং আড়তে এ অভিযান চালানো হয়।

আটক তিনজন হলেন মো. জানে আলম, মফিজুল হক ও সজল সেনগুপ্ত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান, আবদুস সামাদ, হাসান বিন আলী অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে বিপুল সংখ্যক র‌্যাব সদস্য অংশ নেন। এসময় ক্যাব সদস্য জান্নাতুল ফেরদৌসসহ বাজার নিয়ন্ত্রণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, আবদুস সালামের মালিকানাধীন মীর গ্রুপের কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, কর্ণফুলীর ওপারের একটি চিনি কারখানা থেকে ৪৬ টাকা ৮০ পয়সায় চিনি কিনে পাইকারি বাজারে ৫৮ টাকা ৫০ পয়সা বিক্রি করছে। বিষয়টি আমরা খতিয়ে দেখেছি।

অভিযানে একতা স্টোর, আদর্শ ভাণ্ডার, মুক্তা স্টোর ও লক্ষ্মী ভাণ্ডারের কেনাবেচার রশিদ পরীক্ষা করা হয়। এসময় কম দামে কিনে বেশি দামে বিক্রি করায় আশরাফ হোসেন মাসুদের মালিকানাধীন মাসুদ ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।