আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ চিরিরবন্দরে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

চিরিরবন্দরে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১২:৫২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


imagদিনাজপুর: দিনাজপুর চিরিরবন্দর উপজেলার মাদারগঞ্জ বেইলি ব্রিজটি ভেঙে দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (১২ জুন) দিনগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে যান চলাচল বন্ধ হওয়ায় ব্রিজটির দু’পাশে আটকা পড়েছে মালবাহী ট্রাকসহ শতশত যানবাহন।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান জানান, পার্বতীপুর থেকে একটি মালবাহী ট্রাক পার হয়ে যাওয়ার পর বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। তাৎক্ষণিক ব্রিজের দু’পাশে জরুরি ভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় প্রসাশনের পক্ষ থেকে ভেঙে যাওয়া ব্রিজটি মেরামতের জন্য সড়ক বিভাগকে জানানো হয়েছে বলে জানান ওসি খালেকুজ্জামান।