আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট ঘোষণা তাইওয়ানের

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট ঘোষণা তাইওয়ানের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৫, ২০২২ , ৪:২৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   তাইওয়ান আগামী বছরের জন্য প্রতিরক্ষা ব্যয়ে রেকর্ড বৃদ্ধির পরিকল্পনা করে প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে। মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সহ সম্প্রতি মার্কিন রাজনীতিবিদদের তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় দ্বীপের কাছে চীন অভূতপূর্ব সামরিক মহড়া চালিয়েছে চীন। বর্তমানেও সেখানে উত্তেজনা বিরাজ করছে, এর মধ্যেই ইতিহাসের সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট ঘোষণা করল তাইওয়ান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

গত বছরের তুলনায় ১৩.৯ শতাংশ ব্যয় বৃদ্ধি করে, রেকর্ড ৫৮৬.৩ বিলিয়ন নিউ তাইওয়ান ডলারের ( ১৯.৪১ বিলিয়ন মার্কিন ডলার) নতুন প্রতিরক্ষা বাজেট ঘোষণা করা হয়। যা স্বায়ত্তস্বাসিত দ্বীপ রাষ্ট্রটির মোট সরকারি ব্যয়ের প্রায় ১৫ শতাংশ। এর মধ্যে নতুন ফাইটার জেট এবং অন্যান্য সরঞ্জামের জন্য তহবিল অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও গত বছর দ্বীপের নৌ সক্ষমতা বাড়ানোর পরিকল্পনায় ২০২৬ সালের মধ্যে অতিরিক্ত ৮.৬৯ বিলিয়ন ব্যয় করার পরিকল্পনা ঘোষণা করেছে। সংসদীয় অনুমোদন সাপেক্ষে বৃহস্পতিবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন নতুন প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেন।

প্রেসিডেন্ট সাই বলেন, চাপ বা হুমকির কারণে স্ব-শাসিত দ্বীপের সার্বভৌমত্ব রক্ষার সংকল্প পরিবর্তন হবে না। একই সাথে, আন্তর্জাতিক সম্প্রদায়ের একজন দায়িত্বশীল সদস্য হিসাবে, সংঘাতকে উস্কে দেবে না তাইওয়ান। এদিকে চলতি বছরের মার্চে প্রতিরক্ষা খাতে রেকর্ড ১.৪৫ ট্রিলিয়ন ইউয়ান (২১১.৬২ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয় করার পরিকল্পনা ঘোষণা করেছিল চীন।