আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক

চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২৪ , ১২:৪৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : গত মাসে ভিয়েতনামে গ্র্যান্ডমাস্টার হওয়ার প্রথম নর্ম অর্জন করেছেন বাংলাদেশের ফাহাদ রহমান। এবার দুবাইতে দ্বিতীয় নর্মের লক্ষ্য নিয়ে খেলছেন ফাহাদ। শনিবার প্রথম রাউন্ডেই ফাহাদ চমক দেখিয়েছেন। দুবাই পুলিশ গ্লোবাল দাবা চ্যালেঞ্জ মাস্টার্স ক্যাটাগরিতে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান চীনের সুপার গ্রান্ডমাস্টার ও বিশ্বের ২৩ নম্বর দাবাড়ু ওয়াই ইউ ইয়াং-এর সঙ্গে ড্র করেছেন। মডার্ন ত্রিভুজ সিস্টেমে খেলাটি ড্র হয়। শুরুতে ফাহাদ জেতা অবস্থায় ছিলেন। শেষ পর্যন্ত ৭৭ চালের মাথায় ড্র হয়। ড্র করে ফাহাদ দুবাই থেকে বলেন, ‘শুরুটা ভালো হয়েছিল। প্রতিদ্বন্দ্বী অনেক শক্তিশালী ছিলেন। শেষের দিকে এসে ড্র করতে হয়েছে।
গতকাল রাতে আমেরিকার আরেক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলন ফাহাদ।’