আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব চীনে আবার সংক্রমণের আশঙ্কা

চীনে আবার সংক্রমণের আশঙ্কা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১২, ২০২০ , ৬:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : চীনের উহান থেকেই ছড়িয়ে পড়েছিল নভেল করোনাভাইরাসের প্রকোপ। এখন ভাইরাসটির আগ্রাসন ইউরোপসহ গোটা বিশ্বে বিস্তার লাভ করলেও চীনের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। ধীরে ধীরে আরোপ হওয়া নিষেধাজ্ঞাগুলো উঠে যেতে শুরু করেছে। এর মাঝে সবচেয়ে বড় সংবাদ ছিল উহান থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবরটি, যা পৃথিবীর অন্যান্য আক্রান্ত অঞ্চলকেও ঘুরে দাঁড়ানোর আশা দেখাতে শুরু করে। তবে প্রকোপ কমে এলেও এখনো পুরোপুরি নিরাপদ নয় চীন। ফের নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে অনেকে চীনে দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। চীনে শনিবার নতুন করে ৪৬ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আগের দিন সংখ্যাটি ছিল ৪২ জনে। ন্যাশনাল হেলথ কমিশনের রিপোর্ট অনুসারে চীনে নতুন আক্রান্তদের মাঝে ৩৪ জনের কোনো লক্ষণ উপসর্গ দেখা যায়নি। যে সংখ্যা এর আগে ছিল ৪৭। এর আগে চীনে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর দ্রুত লকডাউনসহ অন্যান্য পদক্ষেপ নিতে শুরু করে দেশটির সরকার, যা তাদের ভাইরাসের বিস্তার রোধে অনেকটাই সহায়তা করে। যদিও চীনের বিরুদ্ধে অনেকেই তথ্য গোপনের অভিযোগ এনেছে। এরপর ইউরোপ যখন মহামারীর চূড়ান্ত অবস্থা পার করছে, তখন চীন সংক্রমণ কমে আসার সুসংবাদ দেয়। ধীরে ধীরে এখন স্বাভাবিক অবস্থায় ফেরার প্রক্রিয়ায় আছে দেশটি। কিন্তু নতুন করে সংক্রমিত হওয়ার খবর মোটেই স্বস্তিদায়ক নয়। কারণ ফের সংক্রমণ ছড়িয়ে পড়লে তা সামাল দেয়া কঠিন হয়ে যাবে দেশটির জন্য। অবশ্য আশার খবর হচ্ছে, চীনে আক্রান্তদের মাঝে স্থানীয়দের চেয়ে বাইরে থেকে আসা কিংবা বাইরে থেকে আসা লোকদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন এমন সংখ্যাই বেশি গতকাল বিকাল পর্যন্ত নতুন ৪৬ জনসহ চীনে আক্রান্তের সংখ্যা ছিল ৮১ হাজার ৯৫৩ জন। নতুন তিনজনসহ মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৩৩৯ জন।