আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব চীনে কয়লা খনিতে দুর্ঘটনা: আটকা পড়েছে ২১ শ্রমিক

চীনে কয়লা খনিতে দুর্ঘটনা: আটকা পড়েছে ২১ শ্রমিক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২১ , ১:০২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : চীনের একটি কয়লা খনিতে দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২১ শ্রমিক আটকা পড়েছেন। তবে ইতোমধ্যেই ৮ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় উইঘুর অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে ওই খনিটি অবস্থিত। জানা গেছে, হুতুবি কাউন্টিতে দুর্ঘটনার সময় খনিটিতে ২৯ জন শ্রমিক কাজ করছিল। দুর্ঘটনার পর আটজন সেখান থেকে বের হয়ে আসতে পারলেও বাকিরা সেখানেই আটকা পড়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকর্মীরা শ্রমিকদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।