আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ চীনে ডেল্টা ও ওমিক্রনের দাপটে ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ

চীনে ডেল্টা ও ওমিক্রনের দাপটে ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মার্চ ১৫, ২০২২ , ১১:২১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


অনলাইন ডেস্ক : চীনের অন্তত ১৮টি প্রদেশে ডেল্টা ও ওমিক্রন স্ট্রেইনের দাপটে সংক্রমণের ‘ক্লাস্টার’ ধরা পড়েছে। করোনার সংক্রমণ বাড়ায় শাংহাইয়ে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছে প্রায় ৩ হাজার ৪০০ জন। ২০২০ সাল থেকে দেশ জুড়ে এই গতিতে কখনও করোনা বাড়েনি চীনে। ফলে দেশটিতে নতুন করে ঘনাচ্ছে উদ্বেগ। প্রশ্ন উঠছে, শি জিন পিং সরকারের ‘কোভিড-শূন্য’ রণকৌশল কি কাজে দিচ্ছে না? চীনের লাখ লাখ মানুষের দিন কেটেছে লকডাউনে ঘরবন্দি হয়ে। বস্তুত, গত এক দিনের মধ্যে গোটা চীনে করোনা সংক্রমিতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। প্রযুক্তি ক্ষেত্রের অন্যতম প্রাণকেন্দ্র শেনঝেন থেকে শুরু করে দেশের উত্তর-পূর্বের একাধিক শহর জুড়ে বলবৎ রয়েছে লকডাউন। উত্তর-পূর্বে সংক্রমণের কেন্দ্র জিলিন শহরে সোমবার আংশিক লকডাউন ছিল। উত্তর কোরিয়ার সীমান্তবর্তী ইয়ানজির প্রায় ৭ লাখ বাসিন্দাকে সারা দিন ঘরবন্দি থাকতে হয়েছে। আরও অন্তত তিনটি ছোট শহর মার্চের গোড়া থেকেই তালাবন্ধ। ২০১৯ সালের শেষে চীনেই প্রথম ধরা পড়ে করোনাভাইরাস। সেই থেকে ক্রমাগত লকডাউন, কড়াকড়ি, গণহারে করোনা পরীক্ষা করানোর মতো নানা পদক্ষেপ করে এসেছে চীন। অন্তিম লগ্নে এসে দৈনিক সংক্রমণ রেকর্ড ভাঙল। অশনি সঙ্কেত দেখছে চীন।