চীনে ফ্লাইওভার ধসে নিহত ৪
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২০, ২০২১ , ৪:১৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : চীনের হুবেই প্রদেশে একটি ফ্লাইওভারের অংশ ধসে পড়ে চার জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। চায়না ডেইলি ডটকমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় আরও আট জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে প্রদেশটির ইজো শহরে দুটি এক্সপ্রেসওয়েকে সংযোগকারী ফ্লাইওভারটির ৫০০ মিটার লম্বা একটি অংশ ধসে পড়ে। এতে ফ্লাইওভারের ওই অংশে থাকা তিনটি ট্রাক নিচে পড়ে যায় আর নিচে থাকা একটি গাড়ি চাপা পড়ে। দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দমকল, পুলিশ ও চিকিৎসা কর্মীসহ উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে ছুটে যায়।
ফ্লাইওভারের অংশটি ধসে পড়ার পর ঘটনা তদন্তে সেখানে সেতু বিশেষজ্ঞদের পাঠায় চীনের পরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি স্থানীয় পরিবহন বিভাগকে পরিস্থিতি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ১৯৮ মেট্রিক টন ওজনের অতিরিক্ত পণ্য বোঝাই একটি ট্রাক ফ্লাইওভারটি থেকে পড়ে দুই টুকরা হয়ে গেছে, এটি আরও দু’টি ট্রাককে সঙ্গে নিয়ে নিচে পড়েছে। আরও তদন্ত চলছে।