আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// চীনে বন্যা-ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু

চীনে বন্যা-ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০২০ , ৬:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  চীনের দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যুর খবর খাওয়া গেছে। এছাড়া অনেকেই নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যম থেকে এতথ্য পাওয়া গেছে।

করোনার প্রাদুর্ভাব শেষে লকডাউনের মতো বিধিনিষেধ তোলে নেওয়ার পর দক্ষিণ চীনের পর্যটন অঞ্চলগুলো যখন প্রাণ ফিরে পাচ্ছিল তখনই হানা দিল ঝড়-বৃষ্টি। এতে ব্যাপক-ক্ষতির মুখে পড়েছে ওই অঞ্চল।

তথ্য মতে, বন্যা ও ভূমিধসের কারণে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভেঙে পড়েছে ১৩০০ এর বেশি বাড়িঘর।

স্থানীয় সরকার জানিয়েছে, বন্যায় ১ হাজারের বেশি হোটেল প্লাবিত হয়েছে। ৩০টির বেশি পর্যটন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, টানা বৃষ্টির কারণে হুনান প্রদেশে এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর দক্ষিণ-পশ্চিম গুইজু প্রদেশে ৮ জনের খবর পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

প্রসঙ্গত, জুনের শুরু থেকেই দক্ষিণ চীনে বৃষ্টির ঢল শুরু হয়, সঙ্গে ঝড়ো হাওয়া। টানা বৃষ্টিতে ওই অঞ্চলের ১১০টি নদীর পানির উচ্চতা বিপদ সীমার অনেক ওপরে উঠে গেছে। দক্ষিণাঞ্চল জুড়ে কয়েক দিনের মধ্যে ফের ঝড় বৃষ্টি শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।