চীন-ভারতের উত্তেজনা নিরসনে বৈঠক
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০২০ , ২:৪৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ভারত-চীন সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে আলোচনা চলছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মেজর জেনারেল স্তরের কর্মকর্তাদের সাথে ’দেশের মধ্যে আলোচনা চলছে। এর আগে মেজর জেনারেল পর্যায়ে এবং ব্রিগেডিয়ার পর্যায়ে দু’বার আলোচনা হয়েছে। কিন্তু ওই আলোচনা ফলপ্রসূ হয়নি।
সীমান্তে উত্তেজনা হ্রাস করার লক্ষ্যে সেনাবাহিনীর পাশাপাশি কূটনৈতিক পর্যায়েও চেষ্টা চলছে। ভারত চীন নিয়ন্ত্রণরেখা বরাবর দু’দেশের পক্ষ থেকে অতিরিক্ত সেনা জওয়ান মোতায়েন করা হয়েছে। ভারত ও চীনা বাহিনী পদাতিক সেনা থেকে কামান এবং ট্যাঙ্ক মোতায়েন করেছে।
এদিকে, ভারত-চীন সীমান্তে চীনের সামরিক তৎপরতা প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ভারতের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা মোতায়েন করছে চীন। চীনের এই নীতির জন্য শুধু তাদের দেশের মানুষের ক্ষতি হবে না। এর ফল গোটা বিশ্ব ভুগবে।