আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন চুরির পর লেডি গাগার কুকুর উদ্ধার

চুরির পর লেডি গাগার কুকুর উদ্ধার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২১ , ১১:০০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  চুরি যাওয়া জনপ্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী লেডি গাগার কুকুর দুটি উদ্ধার করা হয়েছে। এক নারী থানায় কুকুর দুটোকে রেখে গেছেন। তবে লেডি গাগার কুকুরকে গুলি ও চুরির সঙ্গে সেই নারী জড়িত নন বলে জানা গেছে। অ্যাসোসিয়েট প্রেস লস অ্যাঞ্জেলেস পুলিশের বরাতে বলেছে, স্থানীয় সময় বুধবার লস অ্যাঞ্জেলেসের হলিউড থেকে কুকুরগুলো চুরি করেন দুই ব্যক্তি। শুক্রবার এক নারী লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের অলিম্পিক কমিউনিটি পুলিশ স্টেশনে কুকুর দুটি দিয়ে যান।

পুলিশের রবারি ও হোমিসাইড বিভাগের কমান্ডিং অফিসার ক্যাপটেন জোনাথন টিপেট এ তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে লেডি গাগার প্রতিনিধি থানায় গিয়ে ফ্রেঞ্চ বুলডগ দুটির পরিচয় নিশ্চিত করেছেন। কুকুর চুরির পর ৫ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছিলেন লেডি গাগা। তিনি বর্তমানে রোমে আছেন, সেখানে একটি ছবির শুটিং করছেন।