আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস চূড়ান্ত হলো বিপিএলের প্লে-অফের চার দল

চূড়ান্ত হলো বিপিএলের প্লে-অফের চার দল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২৩ , ১২:৪৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : বিপিএলের প্লে-অফের সেরা চার দল চূড়ান্ত। সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর রংপুর রাইডার্স প্লে-অফ নিশ্চিত করেছে গতকাল ঢাকা ডমিনেটর্সকে হারিয়ে। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকাকে ২ উইকেটে হারায় রংপুর। ১০ ম্যাচের ছয়টিতে জিতে চতুর্থ স্থানে তারা। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সিলেট, ১৪ পয়েন্ট নিয়ে বরিশাল দ্বিতীয় আর ১২ পয়েন্ট নিয়ে কুমিল্লা তৃতীয়। প্লে-অফের চার দল নিশ্চিত হওয়ায় লিগ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স ও ঢাকা ডমিনেটর্সকে। শেষ চার নিশ্চিত করলেও এখনও নিশ্চিত হয়নি ক্রম অনুযায়ী কোন দল শেষ পর্যন্ত সেরা চারে অবস্থান করবে।
কারণ, সিলেট ও বরিশালের এখনও দুটি করে ম্যাচ বাকি। আর গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা এবং ঢাকাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করা রংপুরের বাকে তিনটি করে ম্যাচ।