চেন্নাই থেকে বিকেলে ফিরছেন ১৬৪ বাংলাদেশি
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২২, ২০২০ , ৮:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : ভারতের চেন্নাই থেকে তৃতীয় দফায় আটকেপড়া ১৬৪ বাংলাদেশি বিকেলে দেশে ফিরছেন। বুধবার (২২ এপ্রিল) এ তথ্য জানান ইইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম। চেন্নাই থেকে তৃতীয় দফায় আটকেপড়া যাত্রী নিয়ে বিকেল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বিমানটি। এছাড়া আগামী ২৪ ও ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরও দুটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ফ্লাইটগুলো ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি। আজ চেন্নাই থেকে দুপুর ১২.১৫ মিনিটে ছেড়ে আসছে এবং বিকেল সাড়ে ৩টায় ঢাকায় পৌঁছাবে বিমানটি। গত এক মাসের অধিক সময় ভারতের বিভিন্ন অঞ্চলে চিকিৎসার জন্য আটকে রয়েছেন হাজার হাজার বাংলাদেশি। গত ১৭ মার্চ থেকে আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কোনোভাবেই বাংলাদেশিরা দেশে ফিরতে পারছিলেন না। এমতাবস্থায় ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আটকেপড়া বাংলাদেশি যাত্রীদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়। বিশেষ ফ্লাইটগুলোতে শুধু বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারছেন। যাত্রীদের করোনাভাইরাস মুক্ত কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকলে অবশ্যই নিজ নিজ বাসায় হোম কোয়ারান্টাইনে থাকতে হবে। আর যে সব যাত্রীর কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নেই তাদের সরকার নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা রয়েছে।