আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ চৌদ্দগ্রামে চোরাই ইলেকট্রিক সরঞ্জামসহ আটক ৫

চৌদ্দগ্রামে চোরাই ইলেকট্রিক সরঞ্জামসহ আটক ৫


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ২:৫১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Arrest - Copyকুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে চোরাই বৈদ্যুতিক তার ও মোটরসহ ৫ পেশাদার চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বাতিসা ইউনিয়নের চান্দকরার আবুল কাশেমের ছেলে আবুল বাসার (২৯), পৌর এলাকার কিং শ্রীপুরের বশির আহমদের ছেলে মাহামুদ পারভেজ মিন্টু (৩২), বৈদ্দেরখীলের রফিক মিয়ার ছেলে ফরিদ মিয়া (৩৯), লক্ষীপুর দীঘিরপাড়ের মজিদ মিয়ার ছেলে সেলিম (২২) ও চান্দিশকরা গ্রামে মোঃ অপু (২৫)।

চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মোসলেহ উদ্দিন জানান, চোরাই বৈদ্যুতিক তার ও মোটরসহ পেশাদার চোর মিন্টুকে আটক করে স্থানীয়রা থানায় সোপর্দ করে।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক অপর চার চোরকে আটক করা হয়। মিন্টু সম্প্রতি কয়েকটি বাড়িতে চুরির ঘটনা স্বীকার করেছে। এ ঘটনায় দারুল উলুম ক্যাডেট মাদরাসা পরিচালনা কমিটির সদস্য রাকিব হাসান বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।