চৌমুহনী বাজারের প্রধান সড়কের গোলাবাড়িয়া উচ্ছেদ অভিযান
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩, ২০২৩ , ৫:৪৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে ফুটপাত দখল করে দোকান নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন থেকে চৌমুহনীতে একশ্রেণির অতিলোভী ব্যবসায়ী তাদের সামনের ফুটপাত দখল করে দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছে। এতে পথচারীরা যাতায়াতে চরম দূর্ভোগের শিকার হয়। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাত যোগদান করার পর সাংবাদিক ও সুধিজনের সাথে মতবিনিময় কালে চৌমুহনীর যানজট ও ফুটপাত দখলের বিষয়টি উঠে আসে। তিনি বিষয়টি গুরত্ব সহকারে নিয়ে ফুটপাত দখলকারীদের বিরদ্ধে অভিযানে নামেন। ইতিমধ্যে শহরে দুই দফা বড় ধরনের অভিযান চালানো হয়। নতুন করে কেউ যাতে ফুটপাত দখল না করে সে জন্য জরুরি সতর্ক বার্তা ও মাইকিং করা হচ্ছে।
এরই অংশ হিসেবে গত মঙ্গলবার শহরে উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানকালে চৌমুহনী বাজারের প্রধান সড়কের গোলাবাড়িয়া হতে রেল গেইট পর্যন্ত ফুটপাত দখলকারী বিভিন্ন ব্যবসায়ী হকার প্রতিষ্ঠানের বিরদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাথের উপর অবৈধভাবে নির্মিত ৭টি দোকান মার্কেটের সিড়ি অপসারণ করা হয়। এছাড়াও ৫টি দোকানের ফুটপাত দখল করে নির্মাণ করা বর্ধিতাংশও অপসারণ করা হয়। এ সময় ৬ জন ব্যবসায়ী ও ফুটপাত দখলকারী ব্যক্তিকে ৬ টি মামলায় ৩০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ৫ ঘন্টাব্যাপী চলমান এ অভিযানে সহায়তা প্রদান করে সড়ক ও জনপথ বিভাগ, চৌমুহনী পোরসভা ওবেগমগঞ্জ মডেল থানা। নির্বাহী অফিসার ইয়াসির আরাফাত জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।