আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় চ্যালেঞ্জ নিয়েই কাল বিসিসির দায়িত্ব নেবেন মেয়র খোকন সেরনিয়াবাত

চ্যালেঞ্জ নিয়েই কাল বিসিসির দায়িত্ব নেবেন মেয়র খোকন সেরনিয়াবাত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২৩ , ৫:১৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


বরিশাল অফিস : বরিশাল সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনা, ভঙ্গুর অবকাঠামো আর নগরবাসীর নানাবিধ দুর্ভোগকে সামনে রেখেই পঞ্চম পরিষদের নেতৃত্ব দিতে আগামীকাল মঙ্গলবার নগর ভবনের দায়িত্ব নিতে যাচ্ছেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। এ উপলক্ষে বরিশাল নগরী সেজেছে নতুন সাজে। দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন কর্পোরেশনের মেয়রসহ আওয়ামীলীগের হেভিওয়েট নেতৃবৃন্দ এমনটাই জানা গেছে। এদিকে ‘নতুন বরিশাল’ গড়ার অঙ্গীকার নিয়ে নগরপিতার দায়িত্ব গ্রহণ উপলক্ষে গত রবিবার মেয়র খোকন সেরনিয়াবাত এক মতবিনিময় সভায় অভিযোগ করেন, গত ১০ বছরে দায়িত্বশীল নেতৃত্বের অভাবে বরিশাল নগরীতে কোন উন্নয়ন হয়নি, নগর ভবনের প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে।
মতবিনিময় সভায় মেয়র খোকন বলেন, শেখ হাসিনা তাঁকে যে দায়িত্ব দিয়েছেন, তা বড় কঠিন। অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। গত পাঁচ বছরের কর্মকান্ডে এর ইমেজ সংকট সারাদেশে ছড়িয়ে পড়েছে। সচিব থেকে মন্ত্রী পর্যন্ত ক্ষুব্ধ। কোনো কর্মকর্তা মান-সম্মানের ভয়ে বিসিসিতে আসতে চান না। বরিশালে দায়িত্বশীল নেতৃত্বের অভাবে এখানে কোনো উন্নয়ন হয়নি। সেই বিবেচনায় প্রধানমন্ত্রী ৭৯৭ কোটি টাকার বরাদ্দ বরিশালবাসীকে উপহার দিয়েছেন। এর মাধ্যমে নগরীর রাস্তাঘাট, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা দূর করা হবে। তিনি বলেন, কর্পোরেশনের প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন করতে হবে। বরিশাল মেডিকেল ও সদর হাসপাতালের বেহাল অবস্থার কথা তুলে ধরে জানান, এটি তার আওতাভুক্ত না হলেও নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি এর উন্নয়নেও নজর দেবেন। অব্যবস্থাপনার বিষয়ে মন্ত্রনালয়ে যোগাযোগ করে নতুন ভবনসহ সমস্যার সামাধান করা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা চান।
জানা যায়, সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ গত ৫ বছরে এক টাকাও উন্নয়ন বরাদ্দ পাননি। ফলে উন্নয়নবঞ্চনা নিয়ে ক্ষোভ রয়েছে নগরবাসীর মধ্যে। সাদিক আব্দুল্লাহ মেয়াদপূর্তির চারদিন আগে গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) অব্যাহতি নেন। ওই দিনই একনেকের সভায় বিসিসির উন্নয়নে ৭৯৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য নিশ্চিত করেছেন নবাগত মেয়রের ব্যক্তিগত সহকারী রুবেল হাওলাদার।
এদিকে নতুন মেয়রের অভিষেক উপলক্ষে নগর ভবনের সামনে মঞ্চ তৈরি করা হয়েছে। নগর ভবনে করা হয়েছে আলোজসজ্জা। নগরীর সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউতে অন্তত ডজন খানে তোড়ণ নির্মাণ করা হয়েছে।
এ প্রসঙ্গে যুবলীগের কেন্দ্রীয় সদস্য অসীম দেওয়ান বলেন, ‘আমরা নতুন মেয়রকে বরণ করব। এ জন্য নেতা-কর্মীরা উচ্ছ¡সিত। দীর্ঘদিন বঞ্চিত নেতা-কর্মীরা এখন খোকন ভাইয়ের কাছে আশ্রয় পাচ্ছেন। গোটা বরিশাল নগরবাসী খোকন ভাইয়ের সেবা পেতে তাঁর দিকে চেয়ে আছে। মহানগর যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন বলেন, নগরবাসী আর বঞ্চিত থাকতে চান না। তাঁরা খোকন ভাইয়ের উন্নয়নের চমক দেখতে চান।