আজকের দিন তারিখ ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ছয় ঘণ্টায় দুই হাজারের অধিক গণবিয়ে

ছয় ঘণ্টায় দুই হাজারের অধিক গণবিয়ে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০২৩ , ৫:১৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  ভারতের রাজস্থানে ছয় ঘণ্টারও কম সময়ে দুই হাজারের অধিক তরুণ-তরুণীর গণবিয়ে অনুষ্ঠিত হয়। শ্রী মহাবীর গোশালা কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন এই গণবিয়ের আয়োজন করে। শনিবার (১০ জুন) জিও নিউজ এ তথ্য প্রকাশ করে।

জানা যায়, এই গণবিয়ের অনুষ্ঠানে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও মন্ত্রী প্রমোদ জৈন ভায়া উপস্থিত ছিলেন। এ সময় সংস্থার পক্ষ থেকে প্রত্যেক দম্পতিকে গহনা, ফ্রিজ, টিভি, চাদরসহ গদি এবং রান্নাঘরের জিনিসপত্র ও অন্যান্য জিনিস উপহার হিসেবে দেওয়া হয়।