ছয় ঘণ্টায় দুই হাজারের অধিক গণবিয়ে
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০২৩ , ৫:১৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ভারতের রাজস্থানে ছয় ঘণ্টারও কম সময়ে দুই হাজারের অধিক তরুণ-তরুণীর গণবিয়ে অনুষ্ঠিত হয়। শ্রী মহাবীর গোশালা কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন এই গণবিয়ের আয়োজন করে। শনিবার (১০ জুন) জিও নিউজ এ তথ্য প্রকাশ করে।
খবরে বলা হয়, শ্রী মহাবীর গোশালা কল্যাণ সংস্থা গত ২৬ মে একটি গণবিয়ের ঘোষণা দেয়। তখন তাদের কাছে ৪ হাজার ২৮৬ জন তরুণ-তরুণী বিয়ের ইচ্ছা প্রকাশ করে। তাদের মাঝে হিন্দু-মুসলিমসহ অন্যান্য সম্প্রদায়ের তরুণ-তরুণীরাও ছিল। পরে নির্ধারিত দিনে ধুমধামের সাথে দুই হাজারের অধিক তরুণ-তরুণীকে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় প্রত্যেক সম্প্রদায়ের ধর্মীয় রীতি অবলম্বন করা হয়।
জানা যায়, এই গণবিয়ের অনুষ্ঠানে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও মন্ত্রী প্রমোদ জৈন ভায়া উপস্থিত ছিলেন। এ সময় সংস্থার পক্ষ থেকে প্রত্যেক দম্পতিকে গহনা, ফ্রিজ, টিভি, চাদরসহ গদি এবং রান্নাঘরের জিনিসপত্র ও অন্যান্য জিনিস উপহার হিসেবে দেওয়া হয়।