ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, পুলিশি হেফাজতে দুজন
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৬, ২০২২ , ৫:২৩ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
দিনের শেষে ডেস্ক : ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষের ঘটনায় সন্দেহভাজন দুইকে হেফাজতে নিয়েছে শাহবাগ থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হেফাজতে নেয়া দুই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ। ওসি বলেন, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুজনকে আমরা হেফাজতে নিয়েছি। তাদের থানায় নিয়ে এসেছি। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি।
দুজনকে আটক করা হয়েছে কি না, জানতে চাইলে ওসি মওদুদ বলেন, এখনও তাদের আটক বলা যাবে না। তাদের আমরা জিজ্ঞাসাবাদ করছি। কেন তারা ঘটনাস্থলে এসেছেন, তা জানার চেষ্টা করছি। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাইকোর্ট এলাকায় জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে দুপুর ১২টার দিকে তারা মিছিল বের করেন। মিছিলটি হাইকোর্ট মোড় হয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হলেই বাঁধার মুখে পড়ে ছাত্রলীগ নেতাকর্মীদের। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এসময় ছাত্রদল প্রথমে ছাত্রলীগকে ধাওয়া দেয়। ধাওয়া দিয়ে ছাত্রদল কিছু দূর অগ্রসর হয়। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা পাল্টা ধাওয়া দেন। ছাত্রলীগের পাল্টা ধাওয়ায় ছাত্রদল পিছু হটে। ছাত্রলীগ-ছাত্রদল উভয় পক্ষের নেতা-কর্মীদের হাতে লাঠিসোঁটা, হকিস্টিক ও রড দেখা যায়। তাঁদের হাতে ইটের টুকরাও দেখা যায়। এছাড়া ছাত্রলীগের অনেক নেতা-কর্মীর মাথায় হেলমেট দেখা যায়।