আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ছেলের নাম জানালেন মাহি

ছেলের নাম জানালেন মাহি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৪, ২০২৩ , ৫:০০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  চিত্রনায়িকা মাহিয়া মাহি মা হওয়ার সাত দিনের মাথায় ছেলের নাম জানালেন।   সোমবার ছেলের নাম প্রকাশ করেছেন তিনি। ফেইসবুকে এক পোস্টে তিনি লিখেছেন: ‘আলহামদুলিল্লাহ মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার’। এই পোস্টে মা-ছেলের প্রতি শুভকামনা জানিয়েছেন মাহির ভক্তরা।

গত ২৯ মার্চ রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মাহির ছেলের জন্ম হয়। সন্তান জন্মের কয়েকদিন আগে মামলা-গ্রেপ্তার নিয়ে আলোচনায় আসেন মাহি। গত ১৮ মার্চ ওমরাহ পালন শেষে ফেরার পর পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করা হয়।  তবে কয়েক ঘণ্টার মধ্যে জামিনে ছাড়া পান তিনি।

দুই বছর আগে গাজীপুরের ব্যবসায়ী রকিবকে বিয়ে করেন মাহি। তার কয়েক মাস আগে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটে। গত বছরের সেপ্টেম্বরে মা হচ্ছেন বলে খবর দিয়েছিলেন এই চিত্রনায়িকা।  মাহি অভিনীত সর্বশেষ ‘বুবুজান’ সিনেমাটি মুক্তি পায়।