আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত

ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ২:৩৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


killদিনাজপুর: ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নৃপেন ওড়াং (৩৮) নামে এক আদিবাসী নিহত হয়েছেন।

শুক্রবার রাত ২টায় রংপুর সেন্টাল ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত নৃপেন ওড়াং দিনাজপুরের হাকিমপুর উপজেলার খাটাউচন্না হিন্দু পাড়া গ্রামের গ্রামের মোল্লা ওড়াংয়ের ছেলে।

নবাবগঞ্জ থানার এসএসআই মো. সাজু জানান, নৃপেনের ছোট ভাই মাদকাসক্ত সঞ্জিত ওড়াং বৃহস্পতিবার রাতে তার স্ত্রীকে মারধর করার সময় বড় ভাই নৃপেন এগিয়ে আসে বাধা দেয়।

এ সময় পাশে থাকা বটি দিয়ে সঞ্জিত ওড়াং বড় ভাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রংপুর সেন্ট্রাল ক্লিনিকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ২টায় মৃত্যুবরণ করেন।

হাকিমপুর থানার ওসি মো. মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহতের বোন রাজু বালা বাদী হয়ে শনিবার দুপুরে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।