আজকের দিন তারিখ ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি ছয় দফা দিবসে আ.লীগের নানা কর্মসূচি

ছয় দফা দিবসে আ.লীগের নানা কর্মসূচি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ৮:৫৫ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


awl logoকাগজ অনলাইন প্রতিবেদক: বাঙালির মুক্তির সনদ হলো ছয় দফা। আগামীকাল মঙ্গলবার ছয় দফা উত্থাপনের দিন ঐতিহাসিক ৭ জুন।

মঙ্গলবার ছয় দফা দিবস পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্যোদয়ের ক্ষণে বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

এরপর ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের উদ্যোগে দুপুর ৩টায় মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি জানানো হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে, আগামী ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সকল শাখাসহ সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।