আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে রাজনৈতিক দলের উদ্দেশ্যের মিল রয়েছে

জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে রাজনৈতিক দলের উদ্দেশ্যের মিল রয়েছে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ১:১১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


mকাগজ অনলাইন প্রতিবেদক: জঙ্গি সংগঠন জেএমবি ও আনসারুল্লা বাংলাটিমের সঙ্গে দেশের বেশকিছু রাজনৈতিক দলের উদ্দেশ্যের মিল রয়েছে। এমনটাই মন্তব্য করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সিটি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মঙ্গলবার (জুন ১৪) বেলা ১১ টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় মনিরুল ইসলাম বলেন, ইসরাইলের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠককারীদের সঙ্গে জঙ্গিদের উদ্দেশ্যের মিল রয়েছে। দেশকে অস্থিতিশীল করে সরকারকে বিপাকে ফেলতে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী মোসাদের সঙ্গে বৈঠক করেছিলেন। আর জঙ্গি সংগঠনের উদ্দেশ্য একই।

এর আগে রাজধানীর কামরাঙ্গীচর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলাটিমের দু’জনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) ও সিটি। যাদের গ্রেফতার করা হয়েছে- সৈয়দ মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম সোলায়মানী ওরফে আরাফাত।

সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা স্লিপার সেলের জন্য অর্থ সংগ্রহ করতেন। তারা মূলত চট্টগ্রামে বসাবাস করেন। সাংগঠনিক বৈঠক করতে তারা ঢাকার কামরাঙ্গীচরে আসেন।

তিনি বলেন, তাদের ওপর আগে থেকেই গোয়েন্দা নজরদারী ছিলো। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই তাদের গ্রেফতার করা হয়েছে।

আনসারুল্লা বাংলাটিমকে অর্থ দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য বেশকিছু ব্যবসায়ী অর্থ দিচ্ছেন। তাদের যাচাই-বাছাই করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।