আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন জনপ্রিয় কমেডিয়ান রাজাক খান আর নেই

জনপ্রিয় কমেডিয়ান রাজাক খান আর নেই


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ৪:২৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


22অনলাইন ডেস্ক: বলিউডের সিনেমায় তুমুল জনপ্রিয় কমেডিয়ান এবং বলিউড কিং শাহরুখ খানের সাড়া জাগানো সিনেমা ‘বাদশা’-এর জনপ্রিয় চরিত্র ‘মানিকচান্দ’ খ্যাত তারকা রাজাক খান আর নেই। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটায় হঠাৎ হার্ট অ্যাটামে মারা যান তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস-এর বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটায় হার্ট অ্যাটাক হয় জনপ্রিয় কমেডিয়ান রাজাক খানের। এরপর তাড়াহুড়ো করে হলি ফ্যামিলি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিকসূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরো জানায়, রাজাক খানের ছেলে আজাদ খানে বর্তমানে ক্রোশিয়াতে বাস করেন। ছেলে ফিরলে আগামিকাল চারটায় মুম্বাইয়ে তার দাফন হবে।

প্রসঙ্গত, হ্যালো ব্রাদার, জরু কা গোলাম, কেয়া কুল হ্যায় হাম-এর মত তুমুল জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন রাজাক খান। ১৯৯৩ সালে বলিউডের সিনেমায় অভিসিক্ত এই কমেডিয়ান তার ক্যারিয়ারে অন্তত ৯০টি সিনেমায় অভিনয় করেন। এছাড়া ২০১৪ সালে কপিল শর্মার জনপ্রিয় শো ‘কমেডি নাইটস উইথ কপিল’-এ অংশ নিয়েছেন।