আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি জনসমাগম কাকে বলে, বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে: ওবায়দুল কাদের

জনসমাগম কাকে বলে, বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে: ওবায়দুল কাদের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৮, ২০২২ , ৫:২২ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক :  জনসমাগম কাকে বলে, তা শনিবার থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২৮ অক্টোবর) নিজ বাসায় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

‌‘বিএনপির তিন সমাবেশ দেখেই সরকারের কাঁপাকাঁপি ধরেছে’ বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কোনও সমাবেশে ১০ লাখ মানুষ সমাগমের টার্গেট করলেও এক লাখ হয়নি। আবার কোনও সমাবেশে ৫ লাখ টার্গেট করেও এক লাখের অর্ধেক হাজির করতে পারেনি। এটাই তো বিএনপির সমাবেশের চেহারা। তাতে সরকারের কাঁপাকাঁপির কী আছে?’ আগামীকাল শনিবার দুপুর ২টায় ঢাকা জেলা সম্মেলন রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে। সাভার, ধামরাই, নবাবগঞ্জ, দোহার ও কেরাণীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীতে বড় ধরনের শোডাউন করতে চায় ক্ষমতাসীন দল। এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আওয়ামী লীগের ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের সম্মেলনে বিপুল সমাগমের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিটি সম্মেলনে কত হাজার লোক হয়েছে, পত্রপত্রিকা ও টেলিভিশনে প্রচারিত হয়েছে। সেগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন।’

‘খেলা হবে’ বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, তাদের উদ্দেশে বলেছি, খেলা হবে। খেলা হবে হাওয়া ভবন, লুটপাট, অর্থপাচারের বিরুদ্ধে। খেলা হবে দুর্নীতি, বিদ্যুৎবিহীন খাম্বার বিরুদ্ধে। সোয়া এক কোটি ভুয়া ভোটার সৃষ্টিকারী, ভোট চুরি ও জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে দেশের উন্নয়নবিরোধীদের বিরুদ্ধে, সাম্প্রদায়িক অপশক্তির লালন-পালনকারীদের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনায় অবিশ্বাসরতদের বিরুদ্ধে।’

‘রিজার্ভের টাকা তো গিলে ফেলেছে’ মর্মে বিএনপি নেতাদের দেওয়া বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘রিজার্ভ কত রেখে গিয়েছিলেন আপনারা? ক্ষমতা ছাড়ার সময় পাঁচ বিলিয়নেরও কম রিজার্ভ রেখে গিয়েছিলেন। বিএনপির আমলে রিজার্ভ ছিল শূন্য। সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় ৪৮ বিলিয়ন ডলারে উঠেছিল রিজার্ভ। এখন বৈশ্বিক সংকটের জন্য রিজার্ভ ৩৬ বিলিয়নে এসে ঠেকেছে।’

এটি কেবল বাংলাদেশের সংকট নয়, উন্নত দেশও হিমশিম খাচ্ছে। বর্তমানে যে রিজার্ভ আছে, তা দিয়ে আগামী পাঁচ থেকে ছয় মাস আমদানি ব্যয় মেটানো যাবেও বলে জানান ওবায়দুল কাদের।