আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন জন্মদিনে ছেলের বাবাকে ভালোবাসা জানালো নুসরাত

জন্মদিনে ছেলের বাবাকে ভালোবাসা জানালো নুসরাত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১১, ২০২১ , ১১:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  নুসরাত ও যশের সন্তান ঈশানকে নিয়ে চর্চা বরাবরের। তবে, লাইমলাইটে আছেন যশও। নুসরাতের সঙ্গে তার সম্পর্কের সমীরকণ ঠিক কী, সেটা জানতে উৎসাহ কিছু কম নয়। তবে আজ যশের জন্মদিনে ‘ছেলের বাবা’র জন্য বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী ও তৃণমূলের সাংসদ নুসরাত জাহান। নিজের ইনস্টা স্টোরিতে করলেন বিশেষ পোস্ট।

ছেলে হওয়ার পর থেকেই নানা ইভেন্টে যশ আর নুসরতকে দেখা গিয়েছে একসঙ্গে। যশের নতুন ছবি ‘চিনে বাদাম’র মহরতেও একসাথে হাজির ছিলেন তারা। সেসময় নুসরাতকে সিঁদুর পরেও দেখা গিয়েছিল। তবে, কার নামে অভিনেত্রী কপালে সিঁদুর উঠিয়েছেন তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি। যদিও নাম প্রকাশ্যে অনিচ্ছুক নুসরাত ও যশের এক ঘনিষ্ঠ জানিয়েছেন, ২০২০-তেই নাকি বিয়ে করেছেন তারা!

যশের জন্মদিনে বিশেষ বার্তা দিলেন নুসরাত। যশের একটা ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে লিখলেন ‘হ্যাপি বার্থ ডে’। সেই পোস্টে যশকেও ট্যাগ করেছেন তিনি। তবে সব থেকে বেশি চোখে পড়েছে লাল হার্ট ইমোজি!