আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস জমে উঠছে বিসিবির নির্বাচন: সুজনের প্রতিদ্বন্দ্বী ফাহিম

জমে উঠছে বিসিবির নির্বাচন: সুজনের প্রতিদ্বন্দ্বী ফাহিম


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২১ , ৩:০৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এ নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে আরো আগেই। এবারের নির্বাচনের চমক হিসেবে এসেছেন জাতীয় দলের সাবেক উইকেটকিপার খালেদ মাসুদ পাইলট। বিসিবি পরিচালক পদে শুক্রবার মনোনয়ন তুলেছেন। সেই চমকের রেশ কাটাতে না কাটতেই নির্বাচনের মাঠে উত্তেজনা-উত্তাপ ছড়ালেন ক্রিকেট পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম। প্রথমবারের মতো বিসিবির নির্বাচনে আসছেন তিনি। তাও আবার লড়বেন ক্রিকেটের জনপ্রিয় ও আলোচিত মুখ খালেদ মাহমুদ সুজনের বিরুদ্ধে। অনেকের ধারণা ছিল, এবারও ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হবেন খালেদ মাহমুদ সুজন। কিন্তু সবাইকে চমকে দিয়ে মনোনয়ন তুললে ফাহিম। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করে নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘এবার আমি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছি। নমিনেশন ফর্ম তুলতে আজ বিসিবিতে এসেছি।’ নাজমুল আবেদীন ফাহিম বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে কাউন্সিলরশিপ নেওয়া সংগঠক। বাংলাদেশের ক্রিকেটের ‘ফাহিম স্যার’ হিসেবে সুপরিচিত তিনি।