আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব জম্মু ও কাশ্মীরে সংঘর্ষে নিহত ৫

জম্মু ও কাশ্মীরে সংঘর্ষে নিহত ৫


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২১ , ১২:২২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার পুচালে বুধবার দিবাগত মধ্যরাত থেকে ৫ জনের মৃত্যু হয়েছে। নিউজ ১৮ এর প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের জরোডায় ১ রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়। তারা দুইজনই জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ভারতীয় সেনাবাহিনীর গুলিতে এর আগে বুধবার রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় এক পাকিস্তানি গুলিবিদ্ধ হয়৷ উত্তর কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের একজন শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে পুলিশ। অন্যদিকে পুলওয়ামার পুচাল এলাকায় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ২ জনের ৷ এ সময় ভারতীয় দুইজন সেনা আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের দাবিও করা হয়েছে।