আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব জম্মু-কাশ্মিরে বিজেপি নেতাকে গুলি করে হত্যা

জম্মু-কাশ্মিরে বিজেপি নেতাকে গুলি করে হত্যা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২১ , ১২:৩৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় রাকেশ পণ্ডিত নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। বুধবার (২ জুন) রাতে দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ওই ঘটনার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন।  নিহত বিজেপি নেতা রাকেশ পণ্ডিত ত্রালের পৌর কাউন্সিলর এবং পুলওয়ামা জেলা বিজেপি ইউনিটের সম্পাদক ছিলেন। তিনি কাশ্মীরের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং অনেক সময়ে উপত্যকার গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি মন্তব্য করতেন বলে জানা গেছে।

তার নিরাপত্তার জন্য দুইজন নিরাপত্তারক্ষী দেয়া হয়েছিল। বুধবার রাতে নিরাপত্তারক্ষী ছাড়াই ত্রাল এলাকায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই নেতা। তখনই গেরিলারা গুলি করে রাকেশ পণ্ডিতকে গুলি করে পালিয়ে যায়। পুলিশ হত্যাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে। সূত্র: পার্সটুডে।