আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন জহুর কবিরের কথায় গাইলেন সুজন আহমেদ

জহুর কবিরের কথায় গাইলেন সুজন আহমেদ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০২০ , ১০:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সুজন আহমেদ দীর্ঘদীন যুক্ত আছেন গানের সাথে। সুজন আহমেদ একই সাথে গীতিকার,সুরকার, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক। কণ্ঠশিল্পী সুজন আহমেদের গাওয়া প্যারা লাগে, ও প্যারা লাগে-২ গান সহ বেশকিছু গান শ্রোতা প্রিয়তা পেয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে।  গীতিকবি জহুর কবিরের লেখা “পাইলামনা তোর মন” শিরোনামে নতুন গানে কণ্ঠ দিয়েছেন। গাওয়ার পাশাপাশি সুর করেছেন সুজন আহমেদ নিজেই। গানটির  সংগীত পরিচালনা করেছেন নন্দিত কম্পোজার শেখ মিলন। কণ্ঠশিল্পী সুজন আহমেদ বলেন, জহুর কবির ভাই বরাবরই ভালো লিখেন, রোমান্টিক ধাঁচের গানটি নিয়ে আমি খুব আশাবাদী। আশা করি শ্রোতারা মুগ্ধ হবেন গানটি শুনে। গীতিকবি জহুর কবির বলেন, সুজন আহমেদ খুব সুন্দর গেয়েছেন, চমৎকার সুর ও সংগীত আয়োজন। সব মিলিয়ে সুন্দর একটি গান। আশা করি সবার ভালো লাগবে।