আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সাতক্ষীরায় জাতীয় নারী ফুটবল দলের অধিনায়কের বাড়িতে হামলা, গ্রেপ্তার ২

সাতক্ষীরায় জাতীয় নারী ফুটবল দলের অধিনায়কের বাড়িতে হামলা, গ্রেপ্তার ২


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৬, ২০২০ , ৭:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক ও গোল মেশিন নামে খ্যাত সাবিনা খাতুনের সাতক্ষীরা শহরের বাড়িতে হামলা হয়েছে। রোববার সন্ধ্যার দিকে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় জড়িত থাকার অভিযোগে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সাতক্ষীরা সদর থানায় সাবিনা বোন শিরিনা খাতুনের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, সাতক্ষীরা শহরের সবুজবাগ এলাকার বাসিন্দা তাঁরা। হামলাকারীরা তাঁদের প্রতিবেশী। দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে পারিবারিক বিরোধ চলে আসছে। এরই জের ধরে রোববার বিকেল পাঁচটার দিকে কয়েকজন বাড়ির সামনে এসে তাঁদের উদ্দেশে নানা কটূক্তি ও গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তাদের বাবা মো. সৈয়দ আলী প্রতিবাদ করেন। এ সময় লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে প্রতিবেশী জাফর গাজীর নেতৃত্বে তাঁর স্ত্রী ও দুই ছেলে সৈয়দ আলীর ওপর হামলা করে। বড় বোন সালমা খাতুন ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বাবাকে রক্ষা করতে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। সালমাকে লোহার রড দিয়ে শরীরে ও মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে হামলাকারীরা। ছোট বোন সাবিনাকে চড়, কিল ও ঘুষি মেরে আহত করে। তাঁদের চিৎকারে অন্য প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাঁর বাবা ও বোনদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে বড় বোন সালমা খাতুনকে চিকিৎসা দিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সাবিনা ও তাঁর বাবাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।