জাপানে বন্যা-ভূমিধসে ৪৪ জনের মৃত্যু
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৭, ২০২০ , ৫:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ কিউশুতে টানা বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধসের কারণে গত ৩ দিনে ৪৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৪ জনই একটি বৃদ্ধাশ্রমের বাসিন্দা।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, কর্তৃপক্ষ দ্বীপটির ৫ লাখেরও বেশি বাসিন্দাকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলের আরও হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশনা জারি করা হয়েছে।
কিউশুতে উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে সেলফ ডিফেন্স ফোর্সের ৪০ হাজার সদস্য। অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা জীবিতদের খোঁজ করছে। ছবিতে দেখা যাচ্ছে, রাস্তাঘাট তলিয়ে গেছে, ধসে পড়েছেসেতু, গাড়ি উল্টে পড়ে আছে। বাড়িঘরগুলোর উপর জমে থাকা কাদা সরাচ্ছেন সবাই।
দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, বুধবারের মধ্যে দেশের উত্তরাঞ্চলেরও ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। এজন্য তিনি ২৪ ঘণ্টা উদ্ধার অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন।
সরকারি টাস্ক ফোর্সের বৈঠকে তিনি বাসিন্দাদের ‘সর্বোচ্চ সতর্ক’ এবং স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যর ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।