আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি জামালপুরের মতো ডিসিদের দিয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না : এম সাখাওয়াত

জামালপুরের মতো ডিসিদের দিয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না : এম সাখাওয়াত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২৩ , ৪:০৯ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক : জামালপুরের জেলা প্রশাসকদের (ডিসি) লোকদের দিয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, জামালপুরের ডিসি বলেছেন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এই খবর সব পেপারে দেখলাম। এদের দিয়ে বিশ্বাসযোগ্য নির্বাচনও হবে না। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক এই কর্মাশালায় তিনি এ মন্তব্য করেন। এতে নির্বাচন নিয়ে কাজ করা ব্যক্তিদের পাশাপাশি সাবেক আমলা, সিনিয়র সাংবাদিকসহ ২৮ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। ইসির উদ্দেশ্যে সাখাওয়াত হোসেন বলেন, এসব ডিসিদের বিরুদ্ধে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, কী করবেন? কীভাবে কাজ করবেন? এক জেলায় চারজন রিটার্নিং কর্মকর্তা দিয়ে নির্বাচন করাতে পারবেন। একই ডিসিদের রিটার্নিং করাতে হবে বিষয়টি এমন নয়। ইসিকে হাত-পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন সাবেক এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, কয়েকদিন আগে মালদ্বীপে ভোট হয়েছে। বড় বড় অবজারভার সেখানে ছিল। ভোটে কখনো অভিযোগ হয়নি। আপনাদের আস্থা রাখা কঠিন। আপনাদের হাত-পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। আপনারা একা সিদ্ধান্ত নেবেন কোনো পলিটিক্যাল পার্টির কথা শুনবেন না। অতীত ভুলগুলো শুধরে নেবেন। এ সময় দেশের রাজনীতি নানা কারণে তীক্ষ্ণভাবে বিভক্ত বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আমরা সামনের দিকে তাকাতে চাই। দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা ও বাস্তবতা সম্পর্কে জানতে চাই। কর্মাশালায় প্রিজাইডিং পোলিং কর্মকর্তাদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যদি পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে প্রয়োজনে ভোটকেন্দ্র থেকে পালিয়ে যান। ভোট অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যার জন্য বন্ধ হবে, সেই প্রার্থী আর ভোটে দাঁড়াতে পারবেন না।