আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ জামালপুরে সাংবাদিককে লাঞ্ছিত করা সেই ভূমি কর্মকর্তা বদলি

জামালপুরে সাংবাদিককে লাঞ্ছিত করা সেই ভূমি কর্মকর্তা বদলি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩১, ২০২৩ , ১২:৩৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


জামালপুরে (মেলান্দ‌হ) প্রতিনিধি : জামালপুরে মেলান্দ‌হে সাংবাদিককে লাঞ্ছিত করা সেই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সানাউল ইসলামকে বদলির আদেশ জারি করেছে জামালপুর জেলা প্রশাসন কার্যালয়। গত রোববার বদলি সংক্রান্ত এ আদেশ জারি করা হয়। জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায় স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, জনস্বার্থে ও প্রশাসনিক কাজের সুবিধার্থে চরবানি পাকুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সানাউল ইসলামকে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হলো। তাকে আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগদান দিতে বলা হয়েছে। অন্যথায় ২ ফেব্রুয়ারি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। গত ২৫ জানুয়ারি চরবানি পাকুরিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সানাউল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়া, দুর্নীতি ও ভূমিসেবা গ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে সাংবাদিক বক্তব্য জানতে গেলে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি।