আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস জামাল ভূঁইয়াদের অক্টোবরে মাঠে দেখা যেতে পারে

জামাল ভূঁইয়াদের অক্টোবরে মাঠে দেখা যেতে পারে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০২০ , ৪:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে হচ্ছে না কাতার বিশ্বকাপ ২০২২ ও এশিয়ান কাপ ২০২৩ বাছাই। স্থগিত এই বাছাই পর্বের খেলা ফের শুরু করার চিন্তা-ভাবনা করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। তারা মাঠে খেলা ফেরাতে চাচ্ছে অক্টোবরে। ফিফার সঙ্গে আলোচনার পর বিশ্বকাপ বাছাই পর্বের জন্য সম্ভাব্য সূচি ঠিক করেছে এএফসি। সপ্তম ও অষ্টম দিনের খেলা হতে পারে ৮ ও ১৩ অক্টোবর। আর নবম ও দশম দিনের খেলার প্রস্তাবিত সূচি ১২ ও ১৭ নভেম্বর। এই সূচি ঠিক থাকলে অক্টোবরেই মাঠের লড়াইয়ে দেখা যেতে পারে জামাল ভূঁইয়াদের। যদিও ম্যাচগুলো হওয়ার কথা ছিল মার্চ ও জুনে। কিন্তু করোনার কারণে বাছাই পর্বের ম্যাচগুলো স্থগিত করতে বাধ্য হয় ফিফা ও এএফসি। ফুটবলার, ম্যাচ অফিসিয়াল, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা ও চিকিৎসার ব্যাপারগুলো দেখে-শুনে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিবে এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটি। করোনা পরিস্থিতি খারাপ হলে সূচিতে পরিবর্তনও আসতে পারে বলে জানিয়েছে এএফসি। বাছাই পর্বে এ যাবত বাংলাদেশ চারটি ম্যাচ খেলেছে। যার তিনটিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের বিপক্ষে ড্র করে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে কোচ জেমি ডে’র শিষ্যরা।