আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস জামিন পেল কুখ্যাত ক্রিকেট জুয়াড়ি

জামিন পেল কুখ্যাত ক্রিকেট জুয়াড়ি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২, ২০২০ , ১০:২০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ২০ বছর আগে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়েছিলেন তিনি। এরপর থেকে তার বিচার আর শেষ হয় না। বারবার আবেদন করে জামিনও পান নি। সেই কুখ্যাত জুয়াড়ি সঞ্জীব চাওলার সহায় হলো করোনাভাইরাস।  দীর্ঘদিন ধরে ওয়ান্টেড এই বুকিকে এবছর ফেব্রয়ারি মাসে ব্রিটেন থেকে ফিরিয়ে আনে ভারত। তারপর থেকে জেলেই ছিল সঞ্জীব। কিন্তু করোনা আতঙ্ককে ঢাল হিসেবে ব্যবহার করে  আদালতের অনুমতি ব্যতীত দেশত্যাগ করতে পারবেন না-এই শর্তে তিনি জামিন পেয়েছেন। ২০০০ সালের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির কথা এখনও অনেক ক্রিকেটপ্রেমীর মনে থাকার কথা। বিশ্বক্রিকেটকে রীতিমতো আলোড়িত করেছিল তৎকালীন প্রোটিয়া অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ের একটি স্বীকারোক্তি। ক্রনিয়ে স্বীকার করেছিলেন, তিনি বুকিদের পাল্লায় পড়ে ম্যাচ ফিক্স করেছেন। ক্রনিয়ের সঙ্গে বুকিদের যোগাযোগ করিয়ে দেয় এই সঞ্জীব চাওলা। এছাড়াও চাওলার বিরুদ্ধে একাধিক ফিক্সিংয়ের অভিযোগ আছে। ২০০০ সালের ৭ এপ্রিল হ্যানসি ক্রনিয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ দায়ের করে দিল্লি পুলিশ। মাসখানেক পর জিজ্ঞাসাবাদে ফিক্সিংয়ের কথা স্বীকার করেন ক্রনিয়ে। তিনি জানান, সঞ্জীব চাওলা নামের ওই বুকিই তাকে ফিক্সারদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে। ক্রনিয়ের স্বীকারোক্তির পর ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত গতি পায়। কিন্তু, বছর দুই পরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা যান ঘটনার মূল অভিযুক্ত এবং সাক্ষী ক্রনিয়ে। এতে ম্যাচ ফিক্সিংটা তদন্তের গতি ঝিমিয়ে পড়ে। ততদিনে সঞ্জীব চাওলা ভারত ছেড়ে পালিয়ে ব্রিটেনে আশ্রয় নিয়েছেন। সেখানেই নাগরিকত্ব নিয়ে এতদিন থেকেছেন কুখ্যাত এই বুকি। তার বিরুদ্ধে ২০১৩ সালে চার্জশিট দায়ের করে দিল্লি পুলিশ। তারপর থেকেই লন্ডনের আদালতে তাকে ভারতের হাতে প্রত্যর্পণের মামলা চলছিল। গত ফেব্রয়ারিতে সেই মামলায় জয়লাভ করে ভারত। তাকে ভারতে ফিরিয়ে আনা হয়। কিন্তু মাস তিনেক যেতে না যেতেই জামিন পেয়ে গেল এই জুয়াড়ি।