আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব জার্মানিতে করোনা টিকার স্থানে স্যালাইন পুশের শিকার সাড়ে ৮ হাজার মানুষ

জার্মানিতে করোনা টিকার স্থানে স্যালাইন পুশের শিকার সাড়ে ৮ হাজার মানুষ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২১ , ১২:২৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : জার্মানির নর্থ সি কোস্ট এলাকায় রেড ক্রসের এক নার্স করোনা টিকার বদলে মানুষকে স্যালাইন ওয়াটার পুশ করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বসন্তে এ ঘটনা ঘটলেও তা জানা গেছে সম্প্রতি। প্রায় আট হাজার ৬০০ মানুষ টিকার বদলে শুধু স্যালাইন পেয়েছেন। তবে এতে অভিযুক্ত নার্সের উদ্দেশ্য এখনো জানা যায়নি, এমনকি তার নামও প্রকাশ করা হয়নি। এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়েছে, মানবদেহে স্যালাইন প্রবেশ ক্ষতিকর কিছু নয়। তখন সেখানকার বেশিরভাগ বয়স্ক ব্যক্তি টিকা নিয়েছিলেন। আর তারাই এখন করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ ভুক্তভোগী ৮ হাজার ৬০০ জনকে ফের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে গত মঙ্গলবার একটি নির্দেশনা জারি করে।
অবশ্য তদন্ত শুরু হলেও ওই নার্সকে আটক বা ভ্যাকসিন প্রতারণার মামলায় অভিযুক্ত করা হয়েছে কি না সেটি এখনও পরিষ্কার নয়। তবে সম্প্রচার মাধ্যম এনডিআর জানিয়েছে, ভ্যাকসিন প্রতারণা সংক্রান্ত এই মামলাটি স্পেশাল ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সাধারণত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো তদন্ত করে থাকে।