আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা জার্মানিতে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সমাবেশ

জার্মানিতে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সমাবেশ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০২১ , ৪:৫২ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


দিনের শেষে ডেস্ক :   দেশের হিন্দু ও সনাতন ধর্মাবলম্বীদের উপর বয়ে যাওয়া অমানবিক নির্যাতন ও নিপীড়ণের প্রতিবাদে আবারো বিক্ষোভ করেছে জার্মানির সর্বস্তরের প্রবাসীরা। শনিবার জার্মানির জাতীয় সংসদের সামনে মানববন্ধনে অংশ নেন দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত সর্বস্তরের প্রবাসীরা। মানববন্ধনে অংশ নিয়ে প্রবাসীরা দেশের সাম্প্রদায়িক হামলায় মদদদাতা ও জড়িতদের এখনো গ্রেপ্তার না করায় তীব্র নিন্দা জানান।

এসময় বক্তব্য রাখেন, সৌরভ, জহর, শর্মিষ্টা, নীল ও সুর্য কান্ত ঘোষসহ আরো অনেকে। তারা বলেন রাষ্ট্র যদি শক্ত হাতে সাম্প্রদায়িক শক্তিকে দমন করতে না পারে তাহলে বারবার এমন ধরণের হামলার ঘটনা ঘটতেই থাকবে। তাই হামলার মূল হোতা ও অপরাধীদের দৃষ্টান্ত মূলক বিচার না করলে আন্দোলন আরো জোরদার করার অঙ্গীকার করেন বক্তারা।

এসময় বক্তারা হিন্দুদের উপর হামলা ও নির্যাতনের বিষয়ে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে দায়সারা বক্তব্য দেয়ার কারণে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এর তীব্র নিন্দাও জানান। দোষীদের উপযুক্ত শান্তি না হলে আন্দোলন আরো জোরদার করার প্রত্যয় ব্যাক্তি করেন সকলে।