আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব জার্মানি থেকে ১৫০০ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পৌঁছেছে

জার্মানি থেকে ১৫০০ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পৌঁছেছে


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মার্চ ২৭, ২০২২ , ১০:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির দেওয়া ১৫০০ স্ট্রেলা বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ১০০ এমজি৩ মেশিনগানের চালান ইউক্রেনে পৌঁছেছে। ইউক্রেন সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জার্মান প্রেস এজেন্সি। গত বুধবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক বলেছিলেন, সরবরাহে বিলম্বের পর স্ট্রেলা ক্ষেপণাস্ত্রের আরেকটি চালান ইউক্রেনের পথে রয়েছে। খবর বিবিসির। বিরোধপূর্ণ অঞ্চলে অস্ত্র না পাঠানোর ঐতিহাসিক নীতি থেকে সরে এসে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে অস্ত্র পাঠালো জার্মানি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এই পরিস্থিতিতে আমরা সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশের একটি। এ জন্য গর্বিত নই। তবে ইউক্রেনকে সাহায্য করতে এটা আমাদের করতে হবে। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের এক মাস পার হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর ইউক্রেনের আকাশসীমা ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা এবং মিত্র দেশগুলোর কাছ থেকে যুদ্ধবিমান চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত জেলেনস্কির দাবি না মানলেও অস্ত্র ও অর্থ দিয়ে কিয়েভকে সহায়তা করে আসছে ন্যাটো ও ইউরোপের দেশগুলো। নিজেদের দীর্ঘদিনের নীতি থেকে সরে জার্মানিও অস্ত্রের চালান পাঠিয়েছে। সূত্র: বিবিসি