আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব জার্মানের এক স্কুলে বোরখা-নিকাব নিষিদ্ধ

জার্মানের এক স্কুলে বোরখা-নিকাব নিষিদ্ধ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২২, ২০২০ , ১২:২০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : দীর্ঘ বিতর্কের পরে বোরখা-নিকাব নিষিদ্ধ হলো জার্মানের বাডেন ভুর্টেমব্যার্গের স্কুলে। ডয়চে ভেলের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এমন বিতর্কিত সিদ্ধান্তটি নিয়েছে জার্মানির বাডেন ভুর্টেমব্যার্গ রাজ্য। তবে এ ক্ষেত্রে কলেজ ছাত্রীদের আপাতত নতুন আইন থেকে ছাড় দেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে এখন থেকে স্কুলে বোরখা বা নিকাব পরে যাওয়া যাবে না এবং এমন কিছু পরা যাবে না, যা মুখ ঢেকে রাখে। আগেই শিক্ষিকাদের জন্য এই নিয়ম জারি করেছিলো রাজ্যটি।

জার্মানির পশ্চিম প্রান্তের এই অঞ্চলটির শাসন ক্ষমতায় রয়েছে গ্রিন পার্টি। গত কয়েক মাস ধরেই ছাত্রীরা মুখ ঢেকে স্কুলে যেতে পারবে কি না, তা নিয়ে বিতর্ক চলছিল সেখানে।

ঘটনার সূত্রপাত এক স্কুল ছাত্রীর একটি মামলাকে ঘিরে। হামবুর্গ আদালতে বোরখা বা নিকাব পরার পক্ষে মামলা করেছিল সে। দীর্ঘ শুনানির পরে আদালত জানায় রাজ্যের স্কুল আইন অনুযায়ী মুখ ঢেকে স্কুলে যেতেই পারে ছাত্রীরা। কিন্তু রাজ্য যদি স্কুল আইন বদলে ফেলে, সে ক্ষেত্রে নিয়মের পরিবর্তন হতে পারে। আদালতের এই রায়ের পরেই প্রশাসন স্কুল আইন বদলের তোড়জোড় শুরু করে।

বাডেন ভুর্টেমব্যার্গ প্রশাসন অবশ্য জানিয়েছে, এমনিতেই স্কুলে খুব বেশি ছাত্রী মুখ ঢেকে আসত না। ফলে বিষয়টি নিয়ে এত শোরগোল হওয়ার কারণ নেই। দ্বিতীয়ত, কলেজ স্তরে এখনও এ বিষয়ে কোনও আইন করা হয়নি। সাধারণত কলেজেই প্রাপ্ত বয়স্ক মেয়ে যান। তাঁদের মুখ ঢাকার বিষয়টি আরও বেশি সংবেদনশীল। সে কারণেই আপাতত কলেজ স্তরের মেয়েদের বিষয়টি থেকে ছাড় দেওয়া হয়েছে।