আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন জাহ্নবী এবার ক্রিকেটার

জাহ্নবী এবার ক্রিকেটার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৭, ২০২১ , ৫:২০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   নতুন সিনেমায় নাম লেখালেন বলিউড তারকা জাহ্নবী কাপুর। নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। করণ জোহরের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন শরণ শর্মা, যিনি এর আগে জাহ্নবী অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা :দ্য কারগিল গার্ল’ ছবিটি নির্মাণ করেছিলেন। ছবিতে জাহ্নবীকে দেখা যাবে ক্রিকেটারের ভূমিকায়। এরজন্য প্রস্তুতিও নেওয়া শুরু করেছেন তিনি। এখানে তার সঙ্গে আরও অভিনয় করবেন রাজকুমার রাও।

এই ছবি নিয়ে দারুণ আশাবাদী জাহ্নবী ভারতীয় সংবাদমাধ্যমে জানান, শিগগিরই ছবির শুটিং শুরু হবে। নতুন এক চরিত্র, গল্পও মজার; অন্যদিকে শরণের নির্মাণ সবকিছু মিলিয়ে দারুণ একটি কাজ হবে বলেই মনে করছি। চেনা চরিত্রের বাইরে গিয়ে কাজের যে আনন্দ, তা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে পুরোপুরি পাব বলেই আশা করছি।